মূল পাতা আন্তর্জাতিক নেতানিয়াহুর বাড়ির সামনে শত শত ইহুদির বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক 03 January, 2025 11:02 PM
ফিলিস্তিনের গাজ্জায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক বন্দিদের ফিরিয়ে আনতে চুক্তির জন্য জেরুসালেমে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের বাইরে বিক্ষোভ করেছেন শত শত ইহুদি।
ইসরাইলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, আন্দোলনকারীরা নেতানিয়াহুর কাছে তাদের সন্তানদের মুক্তির জন্য একটি চুক্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বেশ কয়েকজন বিক্ষোভকারীরকে উদ্ধৃত করেছে পত্রিকাটি, যাদের মধ্যে আইলাত লেভি-শাচার রয়েছেন। তার মেয়ে নামা আটক রয়েছেন গাজ্জায়।
লেভি-শাচার বলেন, আমরা জটিল সময়ে রয়েছি। বন্দি মুক্তি এই আলোচনা অবশ্যই এগিয়ে নিতে হবে। আমরা আরও বড় আকারের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছি। আমরা আমাদের দাবির প্রতি আরও জোর দিচ্ছি।
বন্দি লিরি এলবাগের মা শিরা বলেন, উদ্বেগে আমরা দমবন্ধ হয়ে যাচ্ছি। সন্তানদের দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পদক্ষেপ চাই।